আবদার ৪ || শাহরিয়ার সোহাগ || A Poem by Shahriar Sohag
তুমি
কেঁদে বুক ভিজিও আমার,
আমি
তোমার চোখ মুছে,
গাল
ছুয়ে কপালে চুমু দিয়ে-
আবারো
তোমাায় চেপে ধরবো আমার মুখে।
আমি
আদর দেবো তোমার চুলে, ছোঁবো তোমার ঠোঁট,
তুমি
আমায় শক্ত করে আদরে টানবে তোমার বুকে।
তোমায়
কোনো নির্দিষ্ট নামে ডাকতে ইচ্ছে করে না।
মনে
হয় হাজার বেলায় তোমায় হাজার নামে ডাকি।
তুমি
আমার চোখে বহু বেশে, বহু রঙে ঢঙে,
তোমায়
হাজার নামে ডাকতে ইচ্ছে হয়।
তুমি
আমার হাজার রঙের পাখি।
আমি
তোমায় দেখি, এ মনে তোমার ছবি আঁকি।
আজ এভাবে আমায় বাজে ভাবে ভিজিয়ে দিয়ে,
এলোমেলো করে আবার হারিয়ে
যাবে-
সেটা
ভাবতেই পারিনি।
সারাটা
সন্ধ্যা আটকে রাখলে কোন মিছে মায়ায়?
জোর
করে ছুঁয়ে, ভিজিয়ে কোথায় হারালে তবে?
কেন
এলে, কেন ই বা চলে গেলে?
এলে
যখন, থাকলে না কেন?



No comments