প্রাক্তন || শাহরিয়ার সোহাগ || A Poem by Shahriar Sohag
তুমি আমারে ছাইড়া চইলা গেলা,
আর আমিও নিজেরে হারাইয়া ফেললাম।
হাজার খুঁইজাও নিজেরে আর -
আগের মত বিছরাই পাইলাম না।
অতীত ভুইলা থাকোনের কোনো ট্যাবলেট আছে?
থাকলে খাইয়া দেখতাম তোমারে ভুলোন যায় কিনা।
তুমি কোন কৌশলে আমারে ভুইলা আছো?
আমারে একটু শিখাইবা?
শেষ একটাবার না হয় দেখা কইরা আমারে বাঁচাও।
আমি আর পারতাছিনা গো?
তোমার আমার প্রেমের দিনগুলোতে কাটানো সময়,
মুখস্ত পড়ার মত একদমে সব কইয়া দিতে পারবো।
তোমার আমার হাজারটা দিনের হাজারটা গল্পের-
কোনোডাই তোমার মনে পড়েনা ?
বর্তমানের সাথেও আমার কোনো গল্প মিলে যায় না ?
তখন কি করো?
আমার চুমুতে নাকি তুমি নেশা পাইতে,
নেশা তোমার বদলাইয়া গেছে,
বদলাইয়া গেছে মানুষটাও।
তুমি এখন অন্য পাত্রে নেশা করে।
আর অভিমানে আগের পাত্র সোকেস বন্দি।
তোমার শোকটাই তো কাটাইতে পারলাম না।
আমারে একটু শোক কাটানোর বুদ্ধি দিবা?
আমারে একটু শিখাইবা ক্যামনে ভালো থাকা যায়।
আমি য্যামনে থাকি, এইডা ভালো থাকা নয়।
সকাল ৮টা। ৩০-৪-২২। মোহাম্মদপুর, ঢাকা।


No comments