Header Ads

আমি আসলে ওই পাহাড়ের মত একা || শাহরিয়ার সোহাগ || A Poem by Shahriar Sohag

Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, small bangla poem, short bangla poem, bangla poem collection, bangla poem
আমাদের সব চাওয়া কি আর পূরণ হয়?
হয় না। তাই যতটুকু পাই,
তা ই দীর্ঘশ্বাসে আপন করে নিই।
চাওয়াকে পাওয়া বানানোর নাভিশ্বাস উঠে যাওয়ার দৌঁড়ে,
আমরা সবাই দৌঁড়ায়। তবে চূড়ন্ত রেখা সবার জন্য না।
কেউ কেউ ট্র্যাকের দূর থেকে অন্যের উদযাপন দেখে।
কেউ খুশি হয়, কেউ আফসোস করে, কেউ বা হিংসা।
তবে সত্যিটা হলো আমাদের সব চাওয়া পূরণ হয় না।
এক দিগন্ত আক্ষেপ, কষ্ট, অপূর্ণতা নিয়ে-
আমি আবারো শুরু থেকে শুরুর চেষ্টা করি।
সবসময় নিজেকে পাথর বানিয়ে রাখতে পারি না,
কখনো কখনো চোলাবালুর চেয়েও নরম হই ভেতরে ভেতরে। ওটাই যেন প্রকৃত আমি।
তবে ধরা দিই না, তাতে আমার লাভ না হলেও,
অন্য কেউ ঠিকই সুবিধা নেবে।
আমি বরং আমার মত থাকি, একা।
একাকিত্বই আমার জীবন।
আমি জানি আমার কেউ নেই। আমি সত্যিই একা।
পাহাড়ের মত, পাশে থাকা অন্য পাহাড়কে যে শত কষ্টেও জড়িয়ে ধরতে পারে না।
আমি আসলে ওই পাহাড়ের মত একা।



No comments

Powered by Blogger.