আমার কবিতা || শাহরিয়ার সোহাগ || Amar Kobita poem by Shahriar Sohag
তোমার খোলা চুল,
আরাম কেদারায় দোল খাওয়া,
আচারের প্যাকেটে-
তোমার দু'ঠোঁটের আড়িঙ্গন।
চোখের পাপড়ির ওঠানামা আর-
মাঝে মাঝে শব্দময় হাসি।
এতে প্রেম আরো বেড়ে যায় বালিকা।
তোমার চুলের অবস্থানের ভিন্নতায়-
আমার হৃদস্পন্দন বাড়ে-কমে।
আবিদা, আমি তোমার চোখে প্রেম পাই।
স্পর্শের প্রেম আরো মধুর হবে হয়ত।
আমি ছুঁয়ে দেখিনি তোমায়,
তাই দেখিনি তোমার কামিত কম্পন।
যে কম্পনেও তোমার সৌন্দর্য বিরাজ করে।
পেছন থেকে আনমনা তোমার-
চুল এলোমেলো করিনি কখনো।
তাই তোমার অভিমান দেখা হয় নি।
আমি কবি, তবে মানুষ তো।
অনুভূতি আর প্রকাশ ইচ্ছে তো আমারও আছে।
পারি কই? যদি আমায় মন্দ ভাবো।
তোমায় নিয়ে কবিতা লেখা মানা
তাই মনে এঁকেছি তোমার আল্পনা,
করেছি প্রকাশ, আছি বেশ,
এখনো বেঁধে কেন তোমার কেশ!
তোমার কথা বলার ধরণ,
উতলা করে মন,
তোমার কাজল ভরা নয়ন,
আমি কবি হই,
দেখি যখন।
তোমার অনাবরত কথা বলার শক্তি,
তোমার প্রতি বেড়ে যায় আমার আসক্তি,
আবিদা, তোমার চাহনীর চঞ্চালতায়-
আমি নিজেকে মুড়িয়ে রাখতে পারছি না ভদ্রতায়।
শাহরিয়ার সোহাগ এর 'আমার কবিতা' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Amar Kobita poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments