তুমিহীনতায় || শাহরিয়ার সোহাগ || Tumihinotai poem by Shahriar Sohag
আমি পারছি না আর অভিনয়,
আমি আবারো সেই দিনগুলো ফিরে পেতে চাই,
সময়ের কাছে আমি বড্ড অসহায়,
আমি ভুগছি ভীষণ তুমিহীনতায়।
আমি পেয়েছি বড্ড তোমাকে হারাবার ভয়,
আমি আবারো তোমাকে করতে চাই জয়,
এ বলাতে নেয়কো নয় ছয়,
আমি ভুগছি ভীষণ তুমিহীনতায়।
তোমাকে নিয়েই দেখবো আগামির সূর্যোদয়,
আমি ভাসাবো তোমায়, আমার ভালোবাসায়,
শিখবো তোমার থেকে, কিভাবে ভালোবাসতে হয়,
আমি ভুগছি ভীষণ তুমিহীনতায়।
শাহরিয়ার সোহাগ এর 'তুমিহীনতায়' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Tumihinotai poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments