এক পেয়ালা চা || শাহরিয়ার সোহাগ || Ek Peyela Cha poem by Shahriar Sohag
সবুজ পাহাড়ের চূড়ায় কোনো এক কাঠের ঘরে-
জানালা খুলতেই এক সবুজ সকালের শুভকামনা।
ক্লান্ত তুমি তখনো বন্ধ চোখ বিশ্রামরত।
আমি তোমার জন্য চা বাগানের-
একনাম্বার চায়ের পাতা এনে,
গরম পানিতে হালকা চিনিতে চুবিয়ে,
এক পেয়ালা চা হাতে তোমার ঘুম ভাঙাতে এলাম।
তুমি তখনো ওঠোনি ঘুম থেকে।
তোমাকে ডাকতেই তুমি আমার হাতে-
চায়ের পেয়ালা দেখে-
হায় তুলে দুহাত প্রসারিত করে-
একগাল হাসিতে জড়িয়ে ধরতে উদ্যত হলে আমায়।
আমি চায়ের পেয়ালা রেখে-
দুষ্টু তোমায় শান্ত করতে,
জড়িয়ে ধরলাম তোমায়।
এক চুমুক চা মুখে নিতেই-
কম চিনির অজুহাতে-
চুম্বন দিলে আমার ঠোঁটে।
অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে পেয়ালার চা।
শাহরিয়ার সোহাগ এর 'এক পেয়ালা চা' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Ek Peyela Cha poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments