ঢাকা ফিরে || শাহরিয়ার সোহাগ || Dhaka Fire poem by Shahriar Sohag
পাহাড়ি রাস্তায়,
সামনে থেকে আসা গাড়ির সামনের সারিতে -
টগবগে প্রেমিকের কাঁধে-
ক্লান্ত প্রেমিকার বন্ধ চাহনী দেখে-
শুধু তোমার কথাই মনে পড়েছে বালিকা।
আমি ঢাকা ফিরে আসি।
তারপর রিক্সায় ঘুরবো দুজন।
তুমি আমার কাঁধে মাথা রাখবে।
নাহও ক্লান্ত তুমি, তবে-
এভাবেই যেন প্রেম আসবে ফিরে।
অথবা তোমায় ক্লান্ত করতে-
অনেকটা পথ হাটবো ফুটপাত ধরে।
তুমি শক্ত করে ধরে রাখবে আমার হাত। আর আমি-
খানিক বিরতিতে তোমার চোয়াল টেনে দেবো।
তোমাকে চোখ দিয়ে গিলে খাব হজম না হওয়া পর্যন্ত।
শাহরিয়ার সোহাগ এর 'ঢাকা ফিরে' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Dhaka Fire poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments