শাহরিয়ার সোহাগ এর ১২ তম বই মানুষ
এই দ্বীপের মানুষের কাছে মানুষ ছাড়া অন্য কারোর জীবনের মূল্য নেই। তাই তো সে তার ইচ্ছেমতোই সবকিছু করে। অথচ চাইলেই সবাই একসাথে সুন্দরভাবেই বেঁচে থাকা যেত। প্রতিটা সৃষ্টির পেছনে সৃষ্টিকর্তার উদ্দেশ্য আছে। ঠিক তেমনি প্রতিটা সৃষ্টির বেঁচে থাকার পেছনেও সৃষ্টিকর্তার উদ্দেশ্য আছে। মানুষ বাদে যদি অন্য কোন প্রাণীর দরকার না হতো তাহলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করতেন না। মানুষ তার নিজের প্রয়োজনে অনেক প্রাণীকে মেরে ফেলে, খায়। সেটা মানুষ করতেই পারে। কিন্তু অপ্রয়োজনে কিংবা নেহাতই খামখেয়ালিতে যদি মানুষ কোনো প্রাণীকে মেরে ফেলে, তাহলে তাকে সৃষ্টিকর্তার বিচারের মুখোমুখি হতেই হবে। অন্য যেসব প্রাণীদেরকে মানুষ বিনা কারণেই মেরে ফেলেছে, তাদের আত্মীয়, বন্ধুদের চোখের পানি নিশ্চয়ই সৃষ্টিকর্তা উপর থেকে সব দেখেছেন।
No comments