প্রেমময় এক বিকেলের স্মৃতিচারণ || শাহরিয়ার সোহাগ || A Novel by Shahriar Sohag
জানি তুমি ভীষণ ব্যস্ত থাকো আজকাল।
অফিসের ফাইলে আটকে যাচ্ছে তোমার শখগুলো।
শেষবার দেখা হবার দিনে,
খুব তাড়াতাড়ি আবার আমাদের দর্শন হবে।
তবে বাস্তবতা হলো অনেকগুলো মাস তোমাকে দেখি না।
আমাদের হয়তো আলাদা আলাদা জগৎ আছে।
তবুও, আমার একটা শখের কথা বলি।
তোমাকে মুখোমমুখি বসিয়ে চায়ের কাপের চুমুকে-
তোমাকে দেখবো। চোখ ভরে দেখবো।
চায়ের খালি কাপ পূর্ণ হবে, খালি হবে, পূর্ণ হবে।
এভাবে চলতেই থাকবে। তুমি যতক্ষণ বিরক্ত না হবে।
তোমায় দুচোখ ভরে একদিন দেখতে দেবে?
প্রেম ভরা চোখে তোমায় দেখে না হয় লিখবো কিছু।
চুলপাকা বয়সে বইয়ের পাতা উল্টাতে গিয়ে -
আটকে যাবে এক লেখায়।
হাজার বছর আগে তোমায় নিয়ে লেখা কোনো কবিতা-
তুমি সেদিন নতুন করে পড়ে,
যৌবনে কাটানো তোমার আমার-
প্রেমময় এক বিকেলের স্মৃতিচারণ করবে, মনে মনে।
তোমায় দুচোখ ভরে একদিন দেখতে দেবে?
No comments