ইচ্ছেপোষণ ২ || শাহরিয়ার সোহাগ || Iccheposhon 2 || A Novel by Shahriar Sohag
তুমি তোমার পছন্দেন সাঁজে এসো, তোমার প্রিয় রঙে।
আমি গাল টানবো, চুল ওড়াবো, হাত ধরে হাটবো।
আর নিজের সহ্যের বাঁধ ভাঙলে কপালে, কপালে চুমু দেবো। বলতে পারো পাগল হয়েই চুমু দেবো।
এদেশে পাগলের অপরাধের কোনো বিচার হয় না জানো নিশ্চয়ই।
আর অনুমতির অপেক্ষায় তোমার নরম গালে চুমু দেবার।
সেদিন রিক্সায় ঘুরবো এই শহর।
দোয়া করি সেদিন যেন শহরে শতাব্দীর সেরা জ্যাম পড়ে।
তবে অল্প টাকায় অনেকক্ষণ রিক্সায় বসে তোমাকে ছুঁয়ে থাকতে পারবো।
No comments