হলুদ বাতির হাসি || শাহরিয়ার সোহাগ || পর্ব - ৯
কথা বলা শুরু করলো হাসি – এক কুত্তায় ডাকছে। চার কুত্তায় মিলে কামড়াইছে। জানোয়ারের বাচ্চারা, আমি মানুষ না? আমার গায়ে কী ব্যাথা নেই? আমারে কাটলে রক্ত বের হয় না? খেয়ে থাকতে, খাবার টাকা জোগাড় করতে আমি এই কাজ করি। তাই বলে আমি খাবার নাকি যে আমাকে তোরা কামড়াইয়া কামড়াইয়া খাবি? টাকার জন্য এই কাজ করি বলে কি আমার জীবনের কোনো দাম নেই? চার কুত্তায় মিলে ঝাঁপিয়ে পড়ল আমার বুকের ওপর। ওদের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে পড়ে গিয়ে কপালে আঘাত পেয়ে দুর্বল হয়ে পড়ি আমি। তারপর জানোয়ার চারটা আমাকে উলঙ্গ করে একের পর এক কামড় দিতে থাকে আমার বুকে। কুত্তায় যেমন গোস্ত ছিঁড়ে খায়। ওরাও আমাকে কুত্তার মতো ছিঁড়তে থাকলো। আমাকে ক্ষতবিক্ষত করে দিলো। আমার বুকের নরম হাড়গুলো ওরা টুকরো টুকরো করে দিলো। তাদের কামড়ে রক্ত ঝরতে থাকলো আমার বুক থেকে। পাষাণগুলোর হৃদয় কাঁপল না আমার সেই আর্তনাদে। পালাক্রমে ওরা ধর্ষণ করলো আমাকে। ঐ জানোয়ারেরা আমি মানুষ না? আমার কষ্ট হয় না? তারা আমার সারা গা ঝাঁঝরা করে দিলো, আমার ঠোঁট, বুক সবকিছু। আমি বলতে পারব না সেই বীভৎসতার কথা।
: তোমার তো চিকিৎসা দরকার। অর্ণ কী করবে বুঝতে পারছে না।
: পতিতার আবার চিকিৎসা। একটু পরে দিন হবে। ডাক্তারগুলো না হয় রাতে আমার গায়ে হাত বুলাতে চায়। কিন্তু দিনে? দিনে ঐ ডাক্তারগুলোই আমাকে পতিতা বলে ধিক্কার দিবে। ঘৃণা করবে আমার গায়ে হাত দিতে, আমাকে চিকিৎসা করতে।
: তোমার বুক থেকে তো রক্ত ঝরছে।
: ঝরুক, তাতে তোমার কী? এই রক্তগুলোও ধিক্কার দিচ্ছে ঐ মানুষরূপী কুত্তাদের।
: তবুও তোমার এই অবস্থায় তুমি চিকিৎসা না নিয়ে এখানে আসলে কেন?
কোনো উত্তর না দিয়েই হাসি চলে যেতে চাইল। কিন্তু মুহূর্তেই ঘুরে জড়িয়ে ধরলো অর্ণকে।
: তুমি না বলেছিলে তুমি সারারাত এখানে দাঁড়িয়ে থাকবে। অর্ণ, আমি হয়তো আর বেশিদিন বাঁচবো না। কেনো জানি মনে হচ্ছে আমি আর পেরে উঠছি না এই সমাজের সাথে, অথবা একজন পতিতার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
: তুমি এভাবে কথা বলছো কেন?
: এটা সত্যি জীবনে অনেকের সাথে রাত কাটিয়েছি। তবে বলবো মন থেকে নয়, রাত কাটাতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছি একের পর এক ইজ্জত হারিয়ে সেই অপমান নীরবে সইতে। শুধু বেঁচে থাকার আশায়, পেটের দায়ে বহু মানুষের সামনে নগ্নভাবে নিজেকে মেলে ধরেছি বহুবার। তবে এটা সমাজের কোন ধরনের নগ্নতা যে, আমাকে একা পেয়ে আমাকে ছিঁড়ে খাবে?
অর্ণ তার দুহাত দিয়ে জড়িয়ে ধরলো হাসিকে। হয়তো বা অজান্তে, হয়তো বা মন থেকে আবেগে নতুবা সহানুভূতিতে।
: তোমাকে সান্ত্বনা দিতে পারব না আমি। সান্ত্বনা দেওয়ার ক্ষমতাও আমার নেই। কারণ আমি সেই হিংস্র সমাজেরই একজন। তবে আমি ধিক্কার জানাই আমার সমাজকে, যেখানে বাস করছে এই ভদ্র মুখোশধারী পশুগুলো।
: আমি জানি, তুমি হয়তো আমাকে কখনও ভালোভাবে গ্রহণ করতে পারবে না, এতোদিন আমাকে কীভাবে দেখেছো তুমি? আমি জানি না তুমি এখানে প্রায়ই রাতে কেনই বা আসতে আমাকে দেখতে। ভার্সিটির মেধাবী ছাত্র হয়েও রাতের পর রাত গল্প করে কাটিয়েছো একটা বেশ্যা পতিতার সাথে। হয়তো আবেগে, কৌতূহলে অথবা মজা পেতে। তবে একটা কথা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ মন থেকেই ভালোবেসে ফেলেছি। তোমার ব্যবহার আর তোমার ভদ্রতা হলো সেই ভালোবাসার কারণ। আমি শুধু আমার মনের কথা তোমাকে জানালাম। তবে তোমার মনের কথা আমি জানি না। জানতেও চাই না। তোমার সাথে প্রেম করতে চাইবও না কোনোদিন।
: কেনো?
: বহু মানুষের সাথে নগ্নতা করেছি। বহু মানুষ আমাকে কাছে পেতে চেয়েছে। তবে আমি কাউকে মন থেকে চাই নি। মুখের হাসি বা মিষ্টি কথা আমি কাউকে মন থেকে বলিনি, শুধু আমার খদ্দেরকে খুশি করতেই করেছি ওগুলো। তবে কেন জানি তোমাকে ভালো লেগে গেল। তারপর ভালোবাসা। আমি জানি, আমি হেঁটে চলেছি এক অনিশ্চিত ভবিষ্যতের পথে। যেখানে আমি চাই না তুমি আমার সাথে থাকো। তাছাড়া একটা নষ্টা মেয়ের জন্য তোমার ক্যারিয়ার ধ্বংস করার কোনো মানে নেই। আমি যে সত্যিই তোমাকে ভালোবাসি। আমি চাই তোমার ক্যারিয়ার তোমার জীবন ধ্বংসের কারণ আমি হই।
অর্ণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলো হাসি। একটুও অপেক্ষা করলো না অর্ণর প্রত্যুত্তরের জন্য। কারণ এতে কষ্ট পাবে সে। অর্ণ ‘না’ বললেও কষ্ট। আর হ্যাঁ বললে পিছুটান। তাহলে কী দরকার তার উত্তরের জন্য অপেক্ষা করার? তখনও ভোরের আলো ফোটেনি। অর্ণর সাথে হাসির শেষ কথা আজও অর্ণর কানে বাজে। – আজকের মতো বিদায়। তবে আর দেখা হবে কিনা জানি না। তুমি ভালো থেকো।
উপন্যাস : হলুদ বাতির হাসি
লেখক : শাহরিয়ার সোহাগ
প্রথম প্রকাশ : অমর একুশে বইমেলা, ২০১৬।
এটা লেখকের ৩য় বই।
হলুদ বাতির হাসি || শাহরিয়ার সোহাগ || পর্ব - ১
হলুদ বাতির হাসি || শাহরিয়ার সোহাগ || পর্ব - ২
হলুদ বাতির হাসি || শাহরিয়ার সোহাগ || পর্ব - ৩
হলুদ বাতির হাসি || শাহরিয়ার সোহাগ || পর্ব - ৪
হলুদ বাতির হাসি || শাহরিয়ার সোহাগ || পর্ব - ৫
হলুদ বাতির হাসি || শাহরিয়ার সোহাগ || পর্ব - ৬
হলুদ বাতির হাসি || শাহরিয়ার সোহাগ || পর্ব - ৭
হলুদ বাতির হাসি || শাহরিয়ার সোহাগ || পর্ব - ৮



No comments